Tuesday, September 2, 2025
Homeবিনোদনবাবার নতুন প্রেমিকাকে নিয়ে কি অসন্তুষ্ট মেয়ে ইরা!

বাবার নতুন প্রেমিকাকে নিয়ে কি অসন্তুষ্ট মেয়ে ইরা!

ওয়েব ডেস্ক: খাতায়-কলমে গত শুক্রবার বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট'(Mr. Perfectionist) ৬০ বছরে পা দিয়ে সিনিয়র সিটিজেন(Senioe Citizen) এর কোটায় পা দিলেও তা যে প্রেমে কোন বাধা হতে পারে না তা বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই তিনি আবার নতুন করে প্রেমে পড়েছেন। বিগত এক বছর ধরে তিনি তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট(Gauri Spratt)এর সঙ্গে ডেটিং করছেন(Dating)। তিনি অভিনেত্রী না হলেও হেয়ার ড্রেসিং শিল্পী। আমির খান তার ৬০ বছরের জন্মদিনের অনুষ্ঠানে নতুন প্রেমের জার্নির কথা নিজেই ঘোষণা করেছেন। জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন গৌরী। সেখানে উপস্থিত অন্য দুইখান অর্থাৎ চারুক ও সালমানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমির তাঁকে।


এদিকে, মেয়ে ইরা(Daughter Ira) মুম্বই না থাকার কারণে এই জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আসতে পারেননি। তাই মুম্বই ফিরে এসে প্রথমেই বাবার কাছে ছুটে এসেছিলেন তিনি। বাড়ি ফেরার সময় বাবার কাঁধে মুখ গুঁজে ইরা কেঁদে ফেললেন। ক্যামেরায় তা ধরা পরল।মেয়ে ইরা কি অসন্তুষ্ট !

আরও পড়ুন:ফিল্মফেয়ারে গ্ল্যামারাস লুকে জয়া

অনেকেরই প্রশ্ন তাহলে কি বাবার নতুন সম্পর্কে খুশি নন ইরা! বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে প্রেমের গুঞ্জন-এ সিলমোহর দিয়েছেন আমির নিজে। প্রসঙ্গত, আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের(Reena Dutta) সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন ইরা। তখন পুরোপুরিভাবে মানসিক সমর্থন পেয়েছিলেন আমিরের কাছ থেকে মেয়ে। পরে দাঁড়িয়ে থেকে এরার বিয়েও দিয়েছিলেন তিনি। পরে কিরণের সঙ্গে আমিরের বিয়ে মেনে নিলেও এবার যেন অনেকের ধারণা হয়েছে যে ইরা হয়তো বাবার নতুন ‘প্রেম’কে সহজ ভাবে নিচ্ছেন না! তাই অনেকেই প্রশ্ন করছেন তাহলে বাবার জীবনে আসা নতুন প্রেমিকাকে কি মানতে পারছেন না ইরা! এমন কঠিন প্রশ্নের উত্তর আমির কিংবা ইরা কারোর কাছ থেকেই এখনো আসেনি। তবে ভবিষ্যতে আসবে কিনা তা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে!

Read More

Latest News